বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে, প্রথম ইউনিট বন্ধ

প্রশান্তি ডেক্স ॥ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। তবে এই ইউনিটের উৎপাদন শুরু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ায় সেটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে, গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১০ দিন বন্ধ থাকার পর তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিটটি মেরামত করে আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করার চেষ্টা অব্যাহত রয়েছে। ফেটে যাওয়া টিউবটি ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। সেটি শীতল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শীতল হলে আগামীকাল থেকেই মেরামতের কাজ শুরু করা হবে। এখন তৃতীয় ইউনিট থেকে ১৬২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর প্রথম ইউনিটটি বন্ধ হওয়ার আগপর্যন্ত ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ২১ জুলাই সকালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটেরও উৎপাদন বন্ধ হয়ে যায়। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর প্রথম ইউনিটটি চালু করা হলেও তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধই ছিল।

অবশেষে ১০ দিন পর গত বুধবার রাতে তৃতীয় ইউনিটটি সম্পূর্ণ মেরামত শেষে চালু করে কর্তৃপক্ষ। রাত থেকেই এই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে গত বৃহস্পতিবার সকালে প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে, কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়। প্রথমে ১২৫ করে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ছিল ২৫০ মেগাওয়াট। ২০১৭ সালে এই কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের যাত্রা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.