কসবায় ৮ কেজি গাজা উদ্ধার, ৩ মহিলা কারবারি আটক

, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার  (৯ আগস্ট) বিকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই মোঃ নাজমুল হক, মোঃ মামুন হোসেন এবং  তানজিনা আক্তার পপি ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কুটি  কাঠেরপুল খাদ্য গুদামের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কসবা উপজেলার মধুপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মোছাঃ তাসলিমা আক্তার (৩১), আকবপুর  গ্রামের শামীম মিয়ার স্ত্রী মোঃ বিউটি আক্তার( ৩০) এবং  ফুলতলী গ্রামের নোয়াব  মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার ( ৪৭) কে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.