কসবায় ১৬৫ মণ নিষিদ্ধ পলিথিন সহ ১ জন আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আজ শনিবার (২৩ আগস্ট), ভোরে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা সময়  এসআই (নিঃ) মোহাম্মদ মোঃ তানভীর ভূইয়া ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল. কৃষ্ণ সাহা বাড়ি শাহাপুর উত্তরপাড়া ২ নং ওয়ার্ড কসবা পৌরসভা হইতে ৬৫৭৫ (ছয় হাজার পাঁচশত পাঁচাত্তর) কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়।    

গ্রেফতারকৃত  আসামী- কৃষ্ণচন্দ্র সাহা (৫৫) পিতা-মৃত রায়মন চন্দ্র সাহা, সাং-শাহাপুর, উত্তর পাড়া, ০২ নং ওয়ার্ড, কসবা পৌরসভা, থানা-কসবা । এ ব্যাপারে কসবা থানা একটি মামলা দায়ের করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published.