কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২৪ আগস্ট) রাত ১০ টায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন ফোর্স সহ মাদকবিরোধী অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার তারাপুর মোঃ লুৎফর রহমানের মালিকানাধীন টিনের ঘরের ভাড়াটিয়া মোঃ আলমগীর মিয়ার খাটের নিচ থেকে ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় মোঃ আলমগীর মিয়ার স্ত্রী রুকসানা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।