প্রশান্তি ডেক্স ॥ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কারাগারে যাওয়ার এক বছর পূর্তিতে প্রতিবাদ সভা করেছে দলটি। গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবির স্বপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সেলিম, জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রী কমিটির সদস্য শামসুল ইসলাম সুমন, জাতীয় আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. মো. হানিফ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ নেতা সরদার হুমায়ুন কবির, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গীবাদী অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্থানপন্থি রাজাকার-আলবদর-জঙ্গীবাদী-ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। পাকিস্থানপন্থি এই গোষ্ঠী বাঙালি জাতির সব গৌরবের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের গ্লানির ইতিহাসের সব নাম-নিশানা মুছে ফেলছে।’
তারা বলেন, ‘পাকিস্থানপন্থি এই অপশক্তি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেননকে বিচারিক হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে অপচেষ্টা চালাচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘দেশ বাঁচাতে হলে অবৈধ ক্ষমতা দখলদার সরকারকে বিদায় করতে হবে। অবৈধ ক্ষমতা দখলদার সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’
বক্তারা জানান, পাকিস্থানপন্থিদের রাষ্ট্র ও রাজনীতির মাঠ থেকে বিদায় করেই বাংলাদেশকে বাঁচাতে এবং হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাতসহ রাজবন্দিদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। বক্তারা, জাসদের সর্বস্তরের নেতাকর্মীসহ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, মানবতাবাদে বিশ্বাসী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।