কসবায় ইভটিজিং করার অপরাধে এক যুবকের কারাদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৩০ আগস্ট) সকালে ১১ টায় কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মোঃ ইব্রাহিম (২২) নামের এক বখাটে যুবকের হাতে ইভটিজিং এর  শিকার হয়। বকাটে যুবুক একজন অটো রিক্সা চালক। সে অটোরিক্সা চালানো অবস্থায় মেয়েটির সাথে অশালীন কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি চালানো অবস্থায় পিছনে ফিরে মেয়েটির শরীর স্পর্শ করার চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে এক পর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে যায়।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে যুবকটিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন কসবা থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজন।

Leave a Reply

Your email address will not be published.