কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ গত রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা পুরাতন বাজারের লক্ষ্মী নারায়ণ স্টোর সংলগ্ন দক্ষিণ পাশ হতে ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।