৫% সুদে ৩০ লাখ টাকা লোন, দেড় বছর পর কিস্তি শুরু

প্রশান্তি ডেক্স ॥ নিম্ন ও মধ্যবিত্তের জন্য সুখবর। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার জন্য এখন জামানত ছাড়া সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে। এই ঋণের সুদ হার ৫-৬ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের নতুন সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনার ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঋণের মেয়াদ ১০ বছর, যার মধ্যে ১৮ মাসের গ্রেস পিরিয়ড রয়েছে। অর্থাৎ, কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল পরিবেশবান্ধব আবাসন নির্মাণের জন্যও ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোম্পানি সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ৫-৬ শতাংশ সুদে ঋণ দেবে। পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সুদ সর্বোচ্চ ৫%, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে ৫.৫% এবং আট বছরের বেশি মেয়াদে ৬% ধার্য করা হবে।

পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ব্যাংকগুলো পরিবেশবান্ধব খাতে আরও কিছু কার্যক্রমে ঋণ দেবে, যেমন: বনায়ন, ছাদের কৃষি বা উল্লম্ব বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ এবং কেঁচো কম্পোস্ট সার উৎপাদন।

এই উদ্যোগে পরিবেশবান্ধব আবাসন ও কৃষি খাতকে উৎসাহ দেওয়া এবং নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী ঋণ সুবিধা নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published.