কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (১১ অক্টোবর) রাত ১২ টায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদ মিয়ার বসত ঘরের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর হতে ১৬ কেজি গাজা ও রেজিঃ বিহীন পুরাতন সিএনজি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়নপুর পশ্চিম পাড়ার মৃত্য নান্নু মিয়ার পুত্র আবুল কালাম (৩৫) ও আখাউড়ার মাঝিগাছা পূর্বপাড়ার মৃত্য আবদুল মালেকের পুত্র মোঃ আনোয়ার হোসেন ( ৪০) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।