কসবা রেল লাইনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় রেললাইনে পাশে পলিথিনে মুড়িয়ে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। এই অবস্থায় পথচারীদের মাঝে কৌতূহল তৈরি হয়। এতে কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখেন একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে রেলওয়ে পুলিশকে জানানো হয়। আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের জন্ম আজই হয়েছিল। তবে জন্মগত মৃত নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর তা বলা যেতে পারে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। কে বা কারা এই মরদেহ ফেলে গেছেন, তা তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.