কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের জানান, গত কয়েক মাসে উদ্ধারকৃত ১৫০০ কেজি গাজা, ৩২৪ বোতল স্কপ সিরাপ, ১৪২ বোতল বিদেশী মদ, ১২ বোতল বিয়ার ও ৫১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ যার মূল্য প্রায় ৬০ কোটি টাকা, এই মালগুলি ধ্বংসের জন্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, এই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।