কসবায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিটিএল স্পোর্টিং ক্লাব জয়লাভ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তেতৈয়া – ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা বিপুল সংখ্যক দশকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কসবা অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি টি এল) স্পোর্টিং ক্লাব টাইবেকারে মণিয়ন্ধ ইয়াসিন সরকার ফুটবল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির কসবা- আখাউড়ার জননন্দিত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও পৌর বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান সহ উপজেলা ও পৌর বিএনপি’র  নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

এদিকে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর সভাপতি মোঃ আসফাতুল হোসেন ভূইয়া এলমান ও সাধারণ সম্পাদক মোঃ সজীব রানা ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এলাকায় আত্ম মানবতার সেবায় ২৪৫ টি কার্যক্রম পরিচালনা করে জনগণের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.