আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫৪৫পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ শামীম খাঁন (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মেরাশানী গ্রামের মৃত ফরিদ খাঁনের পুত্র।

অভিযানকালে তার হেফাজত থেকে ৫৪৫  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.