কসবায় ভ্রাম্যমাণ আদালতে ৮০হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় স্বাস্থ্যবিধি না মানা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ৫টি রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (৯ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে কসবা বাজার ও আশপাশের এলাকায় অবস্থিত বেশ কয়েকটি রেস্টুরেন্টে তদারকি করা হয়। পরিচ্ছন্নতা ও খাদ্য সংরক্ষণের মান যাচাই করে দেখা যায়, কিছু রেস্টুরেন্টে নোংরা রান্নাঘর, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও স্বাস্থ্যসম্মত মান রক্ষা না করার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে খাদ্যদ্রব্য নিরাপত্তা আইন ২০১৩ অনুযায়ী ৫টি রেস্টুরেন্টের মালিককে মোট ৮০,০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

Leave a Reply

Your email address will not be published.