প্রশান্তি ডেক্স ॥ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।

প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে এনবিআর। নির্ধারিত সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। সে হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ২০০ কোটি টাকা।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ জানায়, চলতি চার মাসে আমদানিরফতানি শুল্ক থেকে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা, স্থানীয় পর্যায়ের মূসক (ভ্যাট) থেকে পাওয়া গেছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর মিলে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।
তিনটি প্রধান খাতেই প্রবৃদ্ধি দেখা গেলেও কোনও খাতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মূসকে—২৪ দশমিক ৭৮ শতাংশ। আয়কর খাতে প্রবৃদ্ধি ১৬ দশমিক ১১ শতাংশ এবং শুল্কে ৪ দশমিক ৫৩ শতাংশ।
অন্যদিকে, শুধুমাত্র অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা, যা আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি। তবে এ মাসে শুল্ক খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ০৯ শতাংশ। বিপরীতে ভ্যাটে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ এবং আয়করে ৯ দশমিক ৯৮ শতাংশ।
বর্তমান অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায় লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বাকি ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের কথা রয়েছে অন্যান্য উৎস থেকে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের সামনে এখনও চাপ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।