কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এস আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানের পশ্চিম পাশে কসবা ট্টু নয়নপুরগামী পাকা রাস্তার উপর হতে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়।

এ সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালিমান্ডা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আলাউদ্দিন (২৩)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।