রাশিয়া-ইউক্রেনশান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ এখন ও অস্পষ্ট: ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার পর ইউক্রেনের শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনাটি ছিল যথেষ্ট ভালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব গ্রহণ করেছেন এবং সমঝোতার জন্য আরও কাজ করতে প্রস্তুত। তবে কোনও নির্দিষ্ট অগ্রগতি হয়নি।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা এবং জামাই জ্যারেড কুশনার ক্রেমলিনে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন। গত বুধবার ভোররাতে তারা মস্কো ত্যাগ করেন। ট্রাম্প বলেন, টেলিফোনে উইটকফ ও কুশনার তাকে জানিয়েছেন, পুতিন চুক্তি করতে চান বলে তাদের ধারণা। তবে এরপর কী হবে, তা এখনও অস্পষ্ট।

ট্রাম্প আরও বলেন, ওই বৈঠক থেকে কী ফল আসবে, তা আমি বলতে পারছি না। কারণ এতে দুই পক্ষেরই দরকার। ইউক্রেনের সঙ্গে আমাদের কিছু বিষয় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার মিয়ামিতে উইটকফ ও কুশনার ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন মার্কিন প্রস্তাবের কিছু অংশ গ্রহণ করেছেন, কিছু অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন। এটি সমঝোতা খোঁজার স্বাভাবিক প্রক্রিয়া। তবে ক্রেমলিনের একজন সহকারী বলেন, এখনও কোনও সমঝোতা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় বলেছেন, তার টিম যুক্তরাষ্ট্রে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে। ইউক্রেনের স্বার্থ বিবেচনায় নিযে়ই কেবল সম্মানজনক শান্তি সম্ভব।

কিয়েভের জন্য এটি কঠিন সময়। পূর্ব ফ্রন্টে রাশিয়ার কাছে তারা ভূখণ্ড হারাচ্ছে এবং যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে। শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া জেলেনস্কির চিফ অব স্টাফ শুক্রবার পদত্যাগ করেছেন। দুর্নীতি তদন্ত কারীরা তার বাড়ি তল্লাশি করেছে। দুই মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে এবং জেলেনস্কির সাবেক ব্যবসায়িক অংশীদারকে সন্দেহভাজন করা হয়েছে।

পেসকভ বলেন, ট্রাম্পের প্রচেষ্টার জন্য রাশিয়া কৃতজ্ঞ। তবে চলমান আলোচনা নিয়ে মন্তব্য করা হবে না। কারণ এ ধরনের প্রচারণা সহায়ক নয়। বিশেষজ্ঞ পর্যায়ে কাজ চলছে। সেখান থেকে ফলাফল বেরোলে তবেই উচ্চপর্যায়ের যোগাযোগ হবে।

নভেম্বরে ফাঁস হওয়া মার্কিন ২৮ দফা খসড়া প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের উদ্বিগ্ন করেছিল। তারা বলেছিলেন, এতে মস্কোর প্রধান দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। পরে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাব দেয়। জেনেভায় আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি হালনাগাদ শান্তি কাঠামো তৈরি করেছে বলে জানায়।গত মঙ্গলবার পুতিন বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার জন্য ‘একেবারেই অগ্রহণযোগ্য’ প্রস্তাব দিয়ে শান্তি আলোচনা ভেস্তে দিতে চাইছে। পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানান, উইটকফের সঙ্গে আলোচনায় আগের ২৭ দফা প্রস্তাব এবং পরে আরও চারটি নথি নিয়ে কথা হয়েছে। গত সপ্তাহে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রাথমিক প্রস্তাব গুলোকে চারটি অংশে ভাগ করেছে। এসবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.