ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর সাবের সাদত পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম স্যারের বিদায় অনুষ্ঠান অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। গ্রামের মানুষ উপচে পড়ে তাদের প্রিয় স্যারের বিদায় অনুষ্ঠানে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে এ বিদায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখতে গিয়ে রহিম স্যার আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন প্রায় ৩৩ বৎসর শিক্ষকতা পেশায় আপনাদের মাঝে ছিলাম। এখন বিদায় বেলায় আপনাদের দোয়া সাথে নিয়ে যাচ্ছি। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। কারন এই শিক্ষা প্রতিষ্ঠানেই ৩৩ বছর পার করেছি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.তাজুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.তসলিম মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবু ইউসুফ, সাধারন সম্পাদক মুরাদ সরকার, সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর খান, লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, কসবা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো.হেলাল উদ্দিন, রাইতলা লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাংগীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ করিম বশির এবং প্রাক্তন ছাত্র সাংবাদিক নাজমুল হক সজল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।