কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জনপ্রিয় নেতা ও বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের উপস্থিতিতে চন্ডীদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা,সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,জেলা বিএনপি সদস্য বিল্লাল খন্দকার,কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু , শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন,কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিক মুন্সি, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মেম্বার, গোপীনাথপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মুন্সী,বিশিষ্ট নেতা শাহ আলম ভূঁইয়া

কারানির্যাতিত নেতা হাবিবুর রহমান হাবিব,

জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাজিবুল ইসলাম রাজীবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু এবং শ্রমিক দলের আহ্বায়ক তবিবুর রহমান জীবন হাজারো নেতাকর্মী নিয়ে মুশফিকুর রহমানের সমর্থনে দোয়া মাহফিলে যোগদান করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চন্ডীদার বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য দল-মত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.