কসবায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

কসবা( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

গত মঙ্গলবার (০৯ ডিডেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও পৌর বিএনপির সহসভাপতি বশির চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.