প্রবাসী ভোটার নিবন্ধন ৩লাখ ছাড়ালো

প্রশান্তি ডেক্স ॥ প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৯৪৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬৮১ এবং নারী ভোটার ২৩ হাজার ২৬৬ জন।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসির ওয়েবসাইট থেকে জানা গেছে, আজ বিকাল ৩টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৩ লাখ ৯ হাজার ৯৪৭ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬ হাজার ৬৮১ জন, নারী ভোটার ২৩ হাজার ২৬৬ জন।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।

এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। এই দেশ থেকে নিবন্ধন করেছে ৮৫ হাজার ২৩১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। সেখান থেকে নিবন্ধন করেছে ২৫ হাজার ৫৮২ জন। তৃতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। এখানে নিবন্ধন করেছে ২০ হাজার ৭৮৫ জন। আর এই তিনটি সহ ১০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে আটটি দেশে। বাকি পাঁচটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ওমান।

ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

গত রবিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা ছাপানোর কাজ শুরু করছি।

তিনি বলেন, দেশের ভেতরে তিন ধরনের ভোটার (আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারি) পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু দিন থেকে শুরু করে মোট ১৫ দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে। পোস্টাল ভোট বিডি অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপি­মেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বলেন, অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা ১ কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.