কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার (১৪ ডিসেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান
প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ তারেক মাহমুদ, আরও উপস্থিত ছিলেন কসবা থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচারজ জনাবা, নাজনীন সুলতানা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আশরাফ, উপজেলা জামায়াতে ইসলামীর
নায়েব আমির মাওলানা শিবলী নোমানি
কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সাধারন সম্পাদক আশ্রাফ উজ্জ্বল, সহ সাংবাদিক শাহ্ মোঃ ফোরকানুল ইসলাম স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংঘটিত শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নির্মম ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে এবং একটি মানবিক, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।