কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় কসবায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে কসবা উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার  তোপদ্মনীর মাধ্যমে দিবসের সূচনা, সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে দর্শন, অভিবাদন গ্রহণ  ও ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীরযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা,  মসজিদ- মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। তাছাড়া উপজেলা পরিষদ চত্বরে চারু, কারু ও স্থানীয় উৎপাদিত শিল্পপণ্যের  দিনব্যাপী বিজয় মেলার আয়োজন।

কুচকাওয়াজ অনুষ্ঠানের অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম এবং অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শ্রোতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহান বিজয় দিবস উদযাপনে রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কসবা প্রেসক্লাব, কসবা উপজেলা সাংবাদিক ফোরাম, বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published.