কসবায়বি, ই, ডি-এফ কর্তৃক ১২শত শিশু শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা বি, ই, ডি- এফ কর্তৃক আয়োজিত কসবা উপজেলায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) কসবা সদর হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল এবং কুটি বালিকা উচ্চবিদ্যালয় ও শিক্ষা সনদ বায়েক উচ্চ বিদ্যালয় তিনটি কেন্দ্রে ১২ শত শিক্ষার্থী প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিশুদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে বি, ই, ডি- এফ কর্তৃক নির্ধারিত পর্যপক্ষ হিসাবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আলমগীর গুরুত্ব সহকারে উনার দায়িত্ব পালন করেন।

আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ কাজী কাউসার। বি,ই,ডি -এফ এর নির্বাহী পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, উক্ত প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষাটি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । 

Leave a Reply

Your email address will not be published.