কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা -আখাউড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মুশফিকুর রহমান এর পক্ষে নমিনেশন পেপার সরকারিভাবে দলীয় নেতাকর্মীগন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম মহোদয়ের নিকট থেকে গ্রহণ করেছেন।

প্রাথমিকভাবে দলীয় মনোনয় পেয়ে তিনি এখন নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনে পদপ্রার্থী হওয়ার নিরীখে দলীয় এবং সরকারী মনোনয়ন দুটোই উত্তোলন করেন। দলীয় নেতাকর্মীরা উৎসাহ উদ্দিপনা নিয়ে উনার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন।
উপস্থিত নেতাকর্মীগণ মনোনয়ন উত্তোলনের পর মুশফিকুর রহমানের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।