লাখো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে হাদি চীর বিদায় নিয়ে শায়িত হলে চীরস্থায়ী আবাসে

প্রশান্তি ডেক্স ॥ গতকাল শুক্রবার সন্ধ্যায় (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছে ওসমান হাদির মরদেহ। বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এবং বিমানবন্ধর কর্তপক্ষ থেকে হাদির লাশ গ্রহণ করেন তার রাজনৈতিক সহযোদ্ধাগন; এনসিপি নেতা, বিএনপি নেতা এবং জামাত নেতাসহ আরো অনেকে। বিমানবন্দর থেকে তার লাশ নেয়া হয় সোহরাওয়ার্দি হাসপাতালের হিমাঘারে।

আজ লাখো মানুষের শ্রদ্ধা ও শেষ বিদায়ে সিক্ত মরহুম হাদি। তিনি জাতিয় কবি / বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরস্থায়ীভাবে শায়ীত হয়েছেন। এখন থেকে এটাই হাদির শেষ ঠিকানা। পরিবারসহ দেশবাসী হাদির এই অকাল প্রয়ান মেনে নিতে পারছে না; এই শোক বইতে গিয়ে শোকের আগুণে জ্বলদে দেশ ও মানুষের মন। আজ শনিবার  বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের শেষ বিদায় ও শহীদী জানাজা শেষে কবি নজরুলের কবরের পাশে শায়িত হন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুগুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়ের অভাব এবং নিরাপত্তা ছাড়পত্রের দির্ঘসূত্রিতার জন্য জানাজা না করে দেশের পথে মরদেহ নিয়ে রওয়া দেন। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ২টা ৩মিনিটে ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করেন এবং সন্ধ্যা ৫টা ৫০মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.