প্রশান্তি ডেক্স ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। সার্বক্ষণিক তদারকি করছেন ডা. জুবাইদা রহমান।
তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল টেস্টের রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে চিকিৎসা পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন।
ডা. জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছিল। যে কারণে তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে যায়। তাই এবার তিনি বেশ কঠিন সময় অতিক্রম করছেন। তবে আশার বিষয় হলো, গত কয়েকদিন আগেও তার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডা. জাহিদ।
গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) স্থানান্তর করা হয়।