জীবন যেখানে যেমন

জীবন নিয়ে কেউ কি কখনো ভেবে দেখেছেন? অতীত ও বর্তমান এবং ভবিষ্যত নিয়ে চিন্তা করেছেন? বর্তমান এবং অতীতের কাছ থেকে কোন প্রকার শিক্ষা গ্রহণ করেছেন? ভবিষ্যতের করনীয় ঠিক করতে অতীত ও বর্তমানকে আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন এমনকি বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র খোজে মিল বা অমিলগুলোকে বাছাই করেছেন? আশা করি হঁ্যা ই বেশী। তবে যারা হঁ্যা তে রয়েছেন তাদের সাধুবাদ জানাই এবং নিজের জীবন এবং অন্যের জীবনকে একই সূত্রে গেঁথে তুলতে উৎসাহ ও পরামর্শ এবং ইতিবাচক গুনগতমানের উন্নত দিকনির্দেশনা দেয়ার আহবান জানাই। আর যারা নাতে স্থীর রয়েছেন তাদের জন্য একটু নুতন আশার আলো নিয়ে অগ্রসর হয়ে বলতে চাই। আসুন আমরা আমাদের এই মহামূল্যবান ক্ষণস্থায়ী জীবনকে কার্যকর করে তুলি। মূল্যবান হিসেবে সুপ্রতিষ্ঠিত করি। নিজ নিজ কল্যাণের সঙ্গে সার্বজনীন কল্যাণে নিয়োজিত করি। যা কিছুই করি না কেন সবই যেন সৃষ্টির কল্যাণে সাধিত হয় সেই দিকে মনযোগ দৃষ্টিগোচর করি।

আজকে তাকিয়ে দেখি মরহুম হাদি সাহেবের জীবনের দিকে। উনার জীবনটা কেমন ছিল? কোথায় নেই ওনার জীবনের ছাপ। ওনি হলেন শরীফ উসমান হাদী। ওনার জীবদ্দশায় শৈশব থেকে কৌশর এবং কৌশর থেকে যৌবন এবং আর সদ্য সমাপ্ত হওয়া জীবনের বাকে বাকে স্মরনীয় ঘটনাগুলোই হাদিকে স্মরনীয় করে রাখবে। তবে সবাই হাদি হয়না এমনকি হতেও পারেনা। তাই সমাজে হাদিরা আসে এবং যায়; মাঝখানে কিছু স্মৃতি ও শিক্ষা এবং আগামীর জন্য দৃষ্টান্তমূলক দীক্ষা রেখে যায়। যার থেকে শিক্ষা ও জ্ঞান নিয়ে আমরা এগুতো পারি আগামীর জীবন চলার পথ। তবে সবসময় দেশের বা সমাজের এমনকি পরিবারের সকল মানুষ একযোগে প্রশংসা এবং গ্রহণযোগ্যতায় একমুখী হতে পারবে না কিন্তু যত বেশী গ্রহণযোগ্য ও মতের মিল পাওয়া যাবে ততই মঙ্গল ও কল্যাণকামী কার্যক্রম সফলতায় পর্যবসীত হবে।

কোন অপমৃত্যুই কাম্য নয়। মৃত্যুর স্বাভাবিক নিয়মে এগুবে এটাই কাম্য। তবে মৃত্যু নিশ্চিত। জন্মিলে মরিতে হবে। তবে কেউ আগে আর কেউ পরে। জন্ম এবং মৃত্যুর মাঝখানের জীবটাই হবে কার্যকর আদর্শ ও দৃষ্টান্তের। যা ইতি এবং নেতিবাচক উভয়ই হতে পারে। তবে আমার কামনা ও প্রত্যাশা সকলের জন্য আমাদের জীবদ্দশার জীবন যেন পরিপূর্ণ হয় ইতিবাচক দৃষ্টান্তের। পরিবারের ইতিহাস, সমাজের ইতিহাস, দেশের ইতিহাস দেখে শুনে, পড়ে বুঝে বিশ্লেষণ করলে এই ইতিবাচক দৃষ্টান্ত অনেক পাওয়া যাবে যার থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে পারব। পাশাপাশি অনেক নেতিবাচক দৃষ্টান্তও পাব যার থেকে শিক্ষা ও দিক্ষা নিয়ে এই নেতিবাচকতা থেকে নিজেদেরকে বিরত রাখতে সাহস ও সুযোগ পাব।

সদ্য বিদায় নেয়া হাদি থেকে শুরু করে পূর্বে গতহওয়াদের জন্যও রইল ভালবাসা, দোয়া মোনাজাত, শ্রদ্ধামাখা বিনয়। পরপারে সবাই ভাল থাকবেন। আপনাদের দেখানো ও শেখানে পথের অভিজ্ঞতাই আমাদের জীবনের আগামীর পাথেয় হউক। আমরা সকল নেতিবাচকতা পরিহারে আপনাদের শিক্ষাকে গুরুত্ব দিয়ে ব্যবহার করব। আপনাদের কাছ থেকে পাওয়া সকল ইতিবাচক শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন চলার পথকে আরো মসৃণ এবং শান্তি, স্থিতিশীলতা ও নিশ্চয়তা এবং নিরাপত্তায় পরিপূর্ণ করবো। সৃষ্টিকর্তা আমাদেরকে সহায় করুন।

আমরা অতীত জানি, বর্তমান জানি, কিন্তু ভবিষ্যত জানি না। তবে জীবন্ত ভবিষ্যতকে আন্দাজ করতে পারি। তবে মৃত্যুর পর ভবিষ্যতকে কেউ কেউ জানি আবার কেউ কেউ জানিনা। তবে জানা লোকের সংখ্যা কম। জানা লোকের মধ্যে আবার ইতি ও নেতি উভয়ই আছেন। তবে ইতিবাচক ও নিশ্চিত গন্তব্য ও সৃষ্টিকর্তার সঙ্গে বসবাসের অধিকারীরা এখানে থেকে নিশ্চয়তা নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হন। আর না জানা ও নেতিবাচকতায় আচ্ছন্নরা অপেক্ষায় থাকেন কিয়ামতের দিন পর্যন্ত।

তবে কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। বরং এখান থেকেই নিরাপত্তা ও নিশ্চয়তা এবং অভয়ারণ্যে বসবাসের উপকরণ নিয়ে তৃপ্তমনে বিদায় নিন। সৃষ্টিকর্তার দেয়া বিনামূল্যের দান গ্রহণ করুন এবং সৃষ্টিকর্তার ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী পথ চলুন। আরো বিস্তারিত জানতে মহান খোদা তায়ালার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন এবং তাঁর সান্নিধ্যে চলুন। জীবন যেখানে যেমন এই বিচিত্র অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পথ চলুন। নিজে যা আশা করেন তা আগে নিজে করে দেখান। সকলের জন্য দোয়া অবিরত এবং আগামীর কল্যাণের তরে সকলকে মহান খোদা আপনি খেফাজত করুন।

Leave a Reply

Your email address will not be published.