কসবায় ১২৫কেজি গাঁজাসহ ৩মাদক কারবারি গ্রেফতার

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ কসবা উপজেলায় কায়েপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা সাংবাদিকদের জানান,  গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের  ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ নিজাম উদ্দিনের সোর্স সঙ্গেসহ  নেতৃত্বে  কসবা কুটি চৌমুহনী এলাকায় দিবাকালীন মোবাইল ডিউটিরত অবস্থায় অভিযান পরিচালনা করা হয়।   কুটি ইউনিয়নের পানিয়ারূপ এলাকা থেকে রামপুর হয়ে কাঠেরপুলগামী সড়ক দিয়ে একটি সি,এন,জি যোগে মাদক পরিবহন করা হচ্ছিল। পরে রামপুর এলাকায় আঃ মন্নান মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে ও বাকি দুজন পালিয়ে যায়।  গ্রেফতারকৃতরা হলেন: ১) মোঃ ওয়াসিম (৩৭), ২) মোঃ হিমেল (২২) এবং ৩) সাইদুল ইসলাম (১৯)। এ সময় তাদের দুই সহযোগী মোঃ বাছির (৪৫) ও মোঃ ইমাম (৩৫) পালিয়ে যায়। তল্লাশিকালে সিএনজি থেকে ৫টি চটের বস্তায় কসটেপ মোড়ানো মোট ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন সর্বমোট ১২৫ কেজি। এছাড়াও নাম্বারবিহীন একটি নীল রঙের সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.