কসবায় সিডিসি স্কুলের ৩৯তম বার্ষিক ফলাফল প্রকাশ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ১০ ঘটিকায় আনন্দঘন পরিবেশে কসবার  ঐতিহ্যবাহী সিডিসি স্কুলের ৩৯ তম বার্ষিক ফলাফল  ঘোষণা অনুষ্ঠান সিডিসি চত্বরে অনুষ্ঠিত হয়।

সিডিসির প্রধান সমন্বয়কারী তাসলিমা আক্তার কাকলির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নেপাল চন্দ্র সাহা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্য। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা থানা জামে মসজিদের সহকারি পেশ ইমাম মাওলানা মোঃ ইসহাক। বাকি অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিসির শিক্ষক মোঃ আমিনুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.