ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা নিরাপদ প্রসব সেবা জোরদারকরণে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস এর পরিচালক ডা. মোহাম্মদ শরিফ। বিশেষ অতিথি ছিলেন: সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মাকসুদা বেগম সিদ্দীকা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা, ব্রাহ্মণবাড়িয়া উপ-পরিচালক অরবিন্দ দত্ত।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে ছিলেন; পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ) ডা. ফাহমিদা সুলতানা, পরিবার পরিকল্পনা, ব্রাহ্মণবাড়িয়া উপ-পরিচালক অরবিন্দ দত্ত, সহকারী পরিচালক (সিসি) ডা. মুকবুল হোসেন ও মেডিকেল অফিসার (এমসিএইচ, এফপি) কসবা ডা. রৌশন আরা।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন: বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন, পরিবার কল্যাণ সহকারী হেপী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন মেহারী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: আনোয়ার হোসেন বাবুল।