কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ক্ষুদে বার্তায় বিজিবি জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর খাদলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৪৯/৭-এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া এলাকায় নিয়মিত টহলের সময় বিজিবির একটি টহল দল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে।
আটকরা হলেন মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯)। তারা দুজনই কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের বাসিন্দা। অপর আসামি শাহরিয়ার নাজিম জয় (১৯) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আটক আসামিরা কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের কন্যা ফাহিমা আক্তার আখি (২৩) হত্যা মামলার আসামি। এ ঘটনায় বুড়িচং থানায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখে হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-০৯। আটকের পর তিন আসামিকে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের মাধ্যমে বিজিবি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।