কসবায় ১২কেজি এলপিজি গ্যাসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ১৪০০ টাকা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার সাধারণ মানুষের জন্য এ খবর স্বস্তির । কসবার সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী, সহকারী কমিশনার (ভূমি) এবং কসবা থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিলারদের জন্য সহজে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কসবা বাজারের সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী ১২ কেজি বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য সর্বোচ্চ ১৪০০ টাকার মধ্যে রাখবেন। নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তবে গ্রাহক যদি বাসায় গ্যাস সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে গ্যাস পরিবহন বাবদ অতিরিক্ত খরচ আলাদাভাবে বিক্রেতাকে প্রদান করতে হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়।

নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে ১৯ জানুয়ারি ২০২৬, গত সোমবার সকাল ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির কসবা পুরান বাজারের সীমান্ত মার্কেট ও ইমামপাড়া এলাকার বিভিন্ন গ্যাস ডিলারের সেলিং পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করেন।

এই উদ্যোগের ফলে কসবা উপজেলার সাধারণ মানুষের মধ্যে গ্যাস বাজার নিয়ে আস্থা ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণের জন্য কসবা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামকে ধন্যবাদ জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, এটি তার নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ। তিনি সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.