কসবায় প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান,  বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর। সীমান্তকে নিরাপদ ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতেই নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.