কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় কসবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী, বিএনপি চেয়ারপারসনের সিনিয়র উপদেষ্টা ও সচিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদল সাবেক আহব্বায়ক নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও কসবা পৌরসভা সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইঞ্জি. নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ ও প্রকাশনা সম্পাদক মো. ইকলিল আজম। এছাড়াও বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শামীম মোল্লা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম (ভিপি তাজুল)। সমাবেশে সভাপতিত্ব করেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া (দিপু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জিয়াউল হুদা (শিপন)। প্রধান অতিথির বক্তব্যে জননেতা মুশফিকুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে চারটি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেবেন। সেগুলো হলো ১) বেকার সমস্যার সমাধান, ২) স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ৩) ইমাম ও খতিবদের সম্মাননা বৃদ্ধি, ৪) মাদক ও চোরাচালান কঠোরভাবে প্রতিরোধ। তিনি আরও বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, মাদকমুক্ত ও উন্নত কসবা-আখাউড়া গড়ে তোলা হবে।