কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ছামিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।
ব্রিফিংয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব, আচরণবিধি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি কসবা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।