গোলাম আজিজ॥ শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশবরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলম খানকে। রোববার সকালে তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসার পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তার অবস্থা এখন সংকটাপন্ন নয় বলে জানিয়েছেন আলম খানের বড় ছেলে সংগীত পরিচালক আরমান খান। তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাবা এখন শ্বাসকষ্টজনিত রোগে ভূগছেন। যে ছবিটি ফেসবুকে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে নেবুলাইজিংয়ের। শ্বাসকষ্ট হলে এটা দেয়া হয়। কিন্তু অনেকে এটাকে অক্সিজেন মনে করছেন। আবার দু-একটি পত্রিকায় দেখলাম অস্ত্রোপচারের কথা বলা হয়েছে। এই তথ্য কোথা থেকে আসলো আমি জানি না। কারণ, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানাবেন। এ বিষয়ে আরমান খান আরও বলেন, আমি অনুরোধ করবো বাবার অসুস্থতা নিয়ে যেন বিভ্রান্তি ছড়ানো না হয়। আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে বাবা এদেশের একজন কিংবদন্তি সুরকার। সুতরাং, তার কোনো আর্থিক অসচ্ছলতা নেই। তিনি দুস্থ শিল্পী নন। আমার জানা মতে বাবার যা আছে সেটা দিয়ে আগামী ১০ বছর চিকিৎসা করলেও তার কোনো আর্থিক সাহায্য লাগবে না। বরং, তিনি অন্য দুস্থ শিল্পীদের সহায়তা করতে পারবেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post