ইমন॥ কসবাস্থ্য খেওড়ায় শিক্ষামুলক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার অগ্রযাত্রাকে আরোগতিশীল করতে ভুইঞা শিক্ষা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করেছে। গত ২৩/৯/১৭ ইং খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১ম, ২য় ও ৩য় রোলনম্বর ধারী ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ, শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সকল সদস্যদেরদের উপহার প্রদান করা হয়। উপহার প্রদান করেন ভুইঞা ফাউন্ডেশনের প্রধান উপদেস্টা ও আজকের প্রধান অতিথি এডভোকেট হারুন অর রশিদ এবং বিশেষ অতিথি, ভুইঞা ফাউন্ডেশনের কর্নধার ও শিক্ষা কর্মকর্তা( মা উ শি) মো:রিপন ভুইঞা। আমি ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি ভুইঞা ফাউন্ডেশনের সফলতা কামনা করি। আশা করি মেধাবী ছাত্র-ছাত্রী এবং গরীব অসহায় ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। শুভ কামনা রইল।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post