ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ উপজেলার ঐতিহ্যবাহী গোপিনাথপুর বাজারে অগনতান্ত্রিক উপায়ে বাজার উন্নয়ন কমিটি করায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। প্রতিকার চেয়ে বাজারের শতাধিক ব্যবসায়ী ওই কমিটি বাতিল করে গনতান্ত্রিক উপায়ে বাজার কমিটি গঠন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ পেশ করেছেন।
অভিযোগে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে বাজারের ব্যবসায়ী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হাজী আবু জাহের মাষ্টারকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি বাজার উন্নয়ন কমিটি গঠন করে বাজারের ব্যবসায়ীরা। কিন্তুু এই কমিটি বিগত ৮ মাসেও নির্বাচন করতে পারেনি। ফলে ওই কমিটি গত ৭ অক্টোবর একটি সভা করে অধিকাংশ ব্যবসায়ী নয় এমন ব্যাক্তিদেরও সাথে নিয়ে জুরি বোর্ড গঠন করে ১৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে। এতে বাজরের সর্বস্তরের ব্যবসায়ীদের মাঝে অসন্তোস বিরাজ করছে। ফলে ব্যবসায়ীরা এই অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে বাজার কমিটি গঠনের জন্য জোর দাবী জানিয়েছেন। গত ১০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ব্যবসায়ীদের আবেদনটি গ্রহন করেছেন বলে জানা যায়।