সৈয়দপুর প্রতিনিধি॥ বিমানের একটি দুর্নাম আছে। আর সেই দুর্নাম গুছিয়ে যখন বিমান সুনাম অর্জনের পথে সেই সময়েই কিনা ঘটলো আরো দুর্ণাম সৃষ্টিকারী উপাদান। সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করেছে। ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী।
গত বুধবার সকাল ৯টায় বিমানটি উড্ডয়নের পরপরই এর পেছনের দিকের একটি চাকা খুলে রানওয়ের বাইরের ডোবায় পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বজলুর রশীদ জানান, বিমানটির চাকা খুলে যাওয়ার ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে খুলে পড়ে যাওয়া চাকাটি পুনরায় সংস্থাপনের পর বিমানটি নিরাপদে ঢাকা ফিরে যায়।
তিনি আরও জানান, বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।