সিলেট প্রতিনিধি॥ সাংসদ আমাতুল কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বহুদিনের দুদর্শা লাগব হয়েছে। ঐ দুদর্শার প্রত্যক্ষদর্শী ছিলেন সাংসদ নিজেও। হাউরবাসীর তথা ছোট কোমলমতী ছেলেমেয়েদের পাশে থাকতে এবং তাদের কষ্টের ভাগিদর হতে পেরে তিনি গর্বিত ঠিক নেমনি আনন্দের অংশীদার হওয়া কম কি?
গুংগিজুরী হাওরের রুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৌকা দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। কারণ এ গ্রামে কোন সড়ক নেই। ছোট ছোট শিশুরা বিদ্যালয়ে আসলেও বিদ্যালয় প্রাঙ্গনে আসতে কোন সিড়ি না থাকায়, দেয়াল বেয়ে আসতে হত।
এখন আর শিশুদের দেয়াল বেয়ে আসতে হবে না। কারণ রুয়াইল বিদ্যালয় প্রবেশ মুখে সিড়ি নির্মাণ করে দিয়েছি এই সরকারের কনিষ্ট সংসদা কেয়া চৌধুরী।