১০ নভেম্বর গনতন্ত্র দিবস (উরফে নূর হোসেন দিবস)

NUR HUSSAIN DEBOS DEMOCRASSYতাজুল ইসলাম নয়ন॥ ১০ নভেম্বর গনতন্ত্র দিবস উরফে নূর হোসেন দিবস।
“সেদিন আমরা যখন মিছিল শুরু করছিলাম তখন নূর হোসেন আমার পাশে দাড়িয়ে ছিল। আমি তাকে কাছে ডাকলাম এবং বললাম তার গায়ের এই লেখাগুলোর কারণে তাকে পুলিশ গুলি করবে। তখন সে তার মাথা আমার গাড়ির জানালার কাছে এনে বলল, “আপা আপনি আমাকে দোয়া করুন, আমি গণতন্ত্র রক্ষায় আমার জীবন দিতে পস্তুত।” জননেত্রী শেখ হাসিনা।
১৯৮৭ সালের এই দিনে, আজ থেকে ঠিক ৩০ বছর আগে সাহসী যুবক নুর হোসেনের বুকে পিঠে “স্বৈরাচার নিপাত যাক আর গনতন্ত্র মুক্তি পাক” এই স্লোগান লিখে স্বৈরাচার এরশাদ বিরুধী আন্দোলনে ঝাপিয়ে পড়েন। পুলিশের গুলিতে সেদিন নুর হোসেন শহিদ হয়েছেন। সেই নূর হোসেনের স্মৃতির স্মরণে এই কবিতার চরণগুলি।
হে শহীদ নূর হোসেন
তোমায় জানাই সালাম,
তোমার ত্যাগে দেশ প্রেমের
আদর্শ শিক্ষা পেলাম,
জাতি তোমায় শ্রদ্ধাভরে
করে যাবে স্বরন,
গণতন্ত্রের বীর তুমি
হবেনা তোমার মরন।
তোমার লড়াইয়ে স্বৈরাচারের
শাসন হলো পতন,
গণতন্ত্রের জিহাদ, মিলন
শহীদ তোমার মতন।
হাজারো নূর ঘরে ঘরে
জন্মিলো তোমার প্রেরনায়,
লুন্ঠিতো অধিকার আদায় করতে
আজও আছি সেই তাড়োনায়।
হে বীর আজও তোমায় শ্রদ্ধাভরে স্বরণে করছি.

Leave a Reply

Your email address will not be published.