ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ অগ্রনী ব্যাংক লিমিটেড কসবা শাখার ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দিয়ে ব্যাপক আকারে আর্থিক সেবাভুক্ত অর্জনের লক্ষ্যে গতকাল রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ বাজারে অগ্রনী দুয়ার ব্যাংকিং সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল প্রধান ও সহকারী মহা-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ বিল্লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী ভূইয়া, বায়েক ইউপি চেয়ারম্যান মো.আল মামুন ভূইয়া, দুয়ার সার্ভিস লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.জিয়াউল হক, সাবেক ছাত্রনেতা মো. নূরুন্নবী আজমল, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সিবিএ নেতা মোবারক মিয়া ও মন্দভাগ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেড কসবা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাজাদ হোসেন।অগ্রনী ব্যাংক কর্মকর্তা মো.আলী আজহার ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজমুল হাসান, মো.মিজানুর রহমান, আবদুল আলীম সরকার, অগ্রনী দুয়ার ব্যাংকিং ম্যানেজার সুুনীল চন্দ্র দাস ও দুয়ার ব্যাংক কর্মকর্তা আসমা আক্তার সুবর্না।
তাছাড়া ওই দিন বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারেও অগ্রনী দুয়ার ব্যাংকিং সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া সহকারী মহা-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ বিল্লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন: গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাংগীর ও দুয়ার সার্ভিস লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো.জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন; অগ্রনী ব্যাংক লিমিটেড কসবা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাজাদ হেসেন। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।