ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নে মাদলা গুচ্ছগ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগ উপলক্ষে বায়েক ইউনিয়নের ৭নং ওয়ার্ড আয়োজিত বিশাল জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথির ভাষনে বলেন; আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের বিদ্যুতের চাহিদা মিটিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। আপনারা মোবাইল নেটওয়ার্কের কথা বলেছিলেন। এলাকাটি ভারতের ভেতরে বাংলাদেশের অংশ বিধায় মোবাইল কোম্পানী এটা নিশ্চিত করতে পারছেনা। তবে এখানে মোবাইল নেটওয়ার্ক দেওয়ার জন্য কি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এ বিষয়ে তারা চিন্তা করছে।আমার একান্ত সহকারী সচিব রাশেদুল কাউসার জীবনের বাড়ি এ এলাকায়। আপনাদের চাহিদা ও তার অনুরোধে এ এলাকায় প্রচুর উন্নয়ন মুলক কাজ হয়েছে। আমি আশা রাখছি আগামী নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মো.শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব এডভোকেট রাশেদুল কাউসার জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; যুবনেতা নুরুন্নবী আজমল, জাকির হোসেন, মো.বাপ্পী, মো.আল আমিন প্রমুখ।
এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মো.শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান; ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২৫টি বৈদ্যুতিক খুটির মাধ্যমে উপজেলার বায়েক ইউনিয়নের ৬টি গ্রামের ৮শত ৫০ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।