টিইসলাম॥ বাংলাদেশের জন্য বিরাট সুখবর দিল ঢাকা ওয়াসা। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হচ্ছে। কিছুদিন আগে ভোলায় নতুন গ্যাসে ক্ষেত্রের আবিস্কারের পর এবার সাভারের ভাকুর্তায় পানির একটি খনি পাওয়া গেছে।
গত মঙ্গলবার কাওরান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান জানিয়েছেন, হিমালয় থেকে একটি চ্যানেল হয়ে সেখানে এসে পানি জমা হচ্ছে। গভীর নলকূপের মাধ্যমে সেই খনি থেকে প্রতিদিন ১৫ কোটি লিটার পানি উত্তোলন করা হবে। পানি উত্তোলন করলেও সেখানে শূন্যতা সৃষ্টি হবে না। হিমালয়ের পানি চ্যানেল দিয়ে এসে শূন্যস্থান ভরাট করবে।
সংবাদ সম্মেলনে এ খান বলেন, ২০০৯ সালে দৈনিক ২১২ কোটি লিটার চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করতো ১৮৮ কোটি লিটার। সিস্টেম লস ছিল ৪৪ শতাংশ। বিল আদায় হতো ৬০ শতাংশ। মাত্র আট বছরের ব্যবধানে এখন ২৩৫ কোটি লিটার চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করছে ২৪৫ কোটি লিটার। সিস্টেম লস কমে গিয়ে ২২ শতাংশে দাঁড়িয়েছে। বিল আদায় হচ্ছে ৯৯ শতাংশ। ঠিক এভাবেই বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ওয়াসা ঘুরে দাঁড়িয়েছি।
ওয়াসা’র এমডি বলেন, ‘‘আট বছর আগে দায়িত্ব নেওয়ার পর ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ শিরোনামে একটি উদ্যোগ নিয়েছি। এ সময়ে ১৬০ ডিগ্রি ঘুরে দাঁড়াতে না পারলেও ৯০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ওয়াসা। ’
সংবাদ সম্মেলনে ওয়াসা’র প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা মোস্তফা তারেক উপস্থিত ছিলেন।