গোলাম আজীজ॥ ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ-এ ০৪/১০/২০১৬ তারিখে দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১১.০০ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর মাননীয় কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে কমিশনের ডিজি ড. শামছুল আরেফিন ও কলেজ অধ্যক্ষ জনাব হাছিবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন। স্কুলের ৬ষ্ঠ হতে ১০ শ্রেণির ১৭১৫ জন শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।