টিআই্এন॥ ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, এই কর্মসূচিতে কোনো অনিয়ম হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনিয়মে নির্বাচিত জনপ্রতিনিধিরাও যদি জড়িত থাকেন তাহলে তারাও ছাড় পাবেন না। সংসদ নেত্রী এ সময় অনিয়ম প্রতিরোধে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের নজরদারির নির্দেশ দেন। এই উদ্যোগ নিরীহ এবং নি¤œ আয়ের মানুষের জন্য। যাদের জন্য এই কর্মসূচী তারাই এর সুফল ভোগ করবেন এর ব্যর্তয় ঘটুক তা আমরা বরদাস্ত করব না। ভোক্তভোগীরাও চোখ কান খোলা রেখে এগিয়ে নেবেন এই কর্মসূচীকে।