ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউড় কেন্দ্রিয় মন্দিরের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং কসবা মহিলা ডিগ্রী কলেজ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য গোপাল চন্দ্র সাহা (৯২) গতকাল বুধবার (১৩ডিসেম্বর) সকালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে কসবা পৌর কেন্দ্রীয় শ্মশান ঘাটে তাঁকে সৎকার করা হয়।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার মৃত্যুতে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাউসার জীবন, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়া, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুবেদার(অব:)আবদুর রহিম, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউড় কেন্দ্রিয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন রায়, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক ভজন শংকর আচার্য ও ছাত্রলীগ সভাপতি কৌশিক চন্দ্র সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।