ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির শিক্ষা প্রকল্পের আওতায়

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে আনন্দঘন পরিবেশে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির উদ্যোগে শিক্ষা প্রকল্পের আওতায় উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান কসবা বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজী ইন্সটিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।  pic- 22-12-2017
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক এম.পি। বিশেষ অতিথি ছিলেন : সংগঠনের উপদেষ্ঠা এ.কে এম আবু জামাল খন্দকার, প্রকৌশলী মো.হাবিবুর রহমান, একে এম বদিউল আলম, মো.তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, জেলা পরিষদ সদস্য মো.মোশারফ হোসেন ইকবাল, আলহাজ্ব মো.আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো.আবু জামাল রাজিব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক- শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.