৪ জানুয়ারী চালু হতে যাচ্ছে দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভার

চৌধুরী কামাল ইকরাম॥ উদ্ভোধনের অপেক্ষায় দেশের প্রথম ৬ লেনের ফ্লাইওভার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের এই প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভারের দ্বার উম্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেনীতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৪ জানুয়ারি ফেনীর মহিপালে ১৮১ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম এই ৬ লেনের ফ্লাইওভার  উদ্ভোধন করতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   6 lane flyover
এদিকে এ প্রকল্পের নির্মাণ কাজ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই শেষ করেছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জনসাধারণকে সেবা দিবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। ফ্লাইওভারের উদ্বোধন কাজের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক।
এ ছাড়াও মন্ত্রী আরো জানান, এ প্রকল্পে মোট ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় হয়েছে । ফ্লাইওভারটি ৬৬০ মিটার দৈর্ঘ্যরে ২৯০ মিটার র্যাম্প ও ১১টি স্প্যান রয়েছে। ওপরে ৬ লেইন ও নিচে ৪ লেন সার্ভিসসহ মোট ১০ লেনে যানবাহন চলাচল করতে পারবে । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দুঃখ নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কারের কাজ শুরু করা হবে। আগামী ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ খনন কাজের উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। নোয়াখালী খাল পুনঃখনন ও সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা। দীর্ঘ ২৫ কিলোমিটার এ খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী বলেও এ সময় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published.